ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শফিক তুহিনের সুরে গাইলেন জুঁই 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
শফিক তুহিনের সুরে গাইলেন জুঁই  শফিক তুহিন-জুঁই

তরুণ প্রজন্মর প্রতিভাবান শিল্পী ইশরাত জাহান জুঁই। লোকগানের শিল্পী হিসেবে ইতোমধ্যে শ্রোতামহলে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। গানের সঙ্গেই তার সখ্যতা। স্টেজ শোয়ের পাশপাশি নিয়মিতই প্রকাশ পাচ্ছে তার কণ্ঠের গান-ভিডিও।

সেই ধারাবাহিকতায় জুঁই এবার গাইলেন খ্যাতনামা গীতিকবি ও সংগীতশিল্পী শফিক তুহিনের সুর-সংগীতায়োজনে। গানের শিরোনাম ‘মরার কোকিলে’।

লিখেছেন আহমেদ রিজভী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনভর বিএফডিসির কড়ই তলায় শুটিংয়ের মধ্যে দিয়ে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ সম্পূর্ন হয়েছে। ভিডিওটি কোরিওগ্রাফি ও নির্মাণ করেছেন হাবিব রহমান। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরি ও জুঁই নিজেই।
 
এ বিষয়ে জুঁই বলেন, ‘মরার কৌকিলে’ গানটি তুহিন ভাই দারুণ সুর করেছেন। পাশাপাশি হাবিব ভাই সুন্দর একটি ভিডিও নির্মাণের চেষ্টা করেছেন। আশা রাখি, গানটি শ্রোতা-দর্শকদের কাছে উপভোগ্য হবে।

জানা যায়, জুঁইয়ের জন্মদিন উপলক্ষে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সাউন্ডটেক থেকে প্রকাশ পাবে গান-ভিডিও ‘মরার কোকিলে’।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।