ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফের ফেঁসে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফের ফেঁসে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তী

দুইবার সংসার ভাঙার পর বর্তমানে তৃতীয় সংসার করছেন পশ্চিবঙ্গের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী তাই বিয়ে নিয়ে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন তিনি। সমালোচনার ধরন এমন- তৃতীয় বিয়েটা কয়দিন টিকবে?, চতুর্থ বিয়েটা করছেন কবে? বর্তমান সংসার ঠিকঠাক আছে তো!

বলিউড অভিনেতা শহীদ কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ফের বিপদ ডেকে আনলেন শ্রাবন্ত্রী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ছিল শহীদ কাপুরের জন্মদিন।

সেদিন শ্রাবন্তী তার ‘প্রথম যৌবনের ক্রাশ’কে শুভেচ্ছা জানান টুইটারে। সেখানে লেখেন, শুভ জন্মদিন আমার সবসময়ের ক্রাশ। ’

ক্রাশ লিখেই যেনো ফেঁসে গেলেন তিনি। এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় হাসিঠাট্রা। একজন নেটিজেন তো অভিনেত্রীকে বলেই বসলেন, তাহলে পরবর্তী বিয়েটা এখনই সেরে ফেলো।

শ্রাবন্তী প্রথম বিয়েটা করেছিলেন ২০০৩ সালে, চিত্রনির্মাতা রাজীব বিশ্বাসকে। তাদের ঘরে ঝিনুক নামে তাদের এক ছেলেও রয়েছে। কিন্তু শ্রাবন্তীর সেই বিয়ে টেকেনি। ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। ২০১৬ সালে বিচ্ছেদ হয়। এরপর কৃষ্ণ বিরাজের সঙ্গে দ্বিতীয় বিয়েটাও টিকাতে পারলেন না। তৃতীয়বার ঘর বাঁধেন রোশান সিংয়ের সঙ্গে। এই বিয়েটা কতদিন টিকে সেটিই যেনো দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের কাছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।