ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাওনকে বিয়ে করলেন টয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
শাওনকে বিয়ে করলেন টয়া শাওন-টয়া

ছোট পর্দার অভিনেতা শাওনকে বিয়ে করলেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। 

শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ঘরোয়া আয়োজনে তারা দুইয়ে মিলে এক হয়েছেন। আর জানুয়ারি ২৮ তারিখ শাওনের জন্মদিনে হয় বাগদান।

বিষয়টি বাংলানিউজকে জানালেন টয়া নিজেই।

শাওন-টয়ালিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতেই আজকের (২৯ ফেব্রুয়ারি) দিনটি বেছে নিয়েছেন তারা।  

গত বছর কোরবানি ঈদে একটি টেলিফিল্মে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। প্রেমে থেকেই বিয়ে।

এ প্রসঙ্গে টয়া বাংলানিউজকে বলেন, বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার পরই আমরা পরিবারকে জানাই। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হলো।

শাওন বলেন, আজ দুপুরেই আমাদের বিয়ে হলো। তবে এখন আমরা যার যার বাসায় থাকছি। বিয়ের পরই আমরা প্রেমটা চালিয়ে যেতে চাই। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে টয়া জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯ ২০২০
জেআইএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।