ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো রুদ্র-অনামিকা ‘আয় ফিরে আয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২, ২০২০
প্রকাশ পেলো রুদ্র-অনামিকা ‘আয় ফিরে আয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শেষ বর্ষের ছাত্রী অনামিকা সরকার প্রকাশ করলেন তার প্রথম মৌলিক গান। অভিষেক গানে তিনি কণ্ঠ মিলিয়েছেন সংগীতশিল্পী পিবি রুদ্রের সঙ্গে। 

সম্প্রতি রুদ্র-অনামিকার দ্বৈত কণ্ঠে গাওয়া ‘আয় ফিরে আয়’ গানচিত্র প্রকাশ পেয়েছে সিক্স সিজন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ইকবাল হোসেন।

সুর করেছেন সাদাত হোসেন। আর সংগীতায়োজন পিবি রুদ্রের নিজের।  

রোমান্টিক কথার মেলোডি গানটির ভিডিওতে মডেল হয়েছেন অনামিকা ও রুদ্র দু’জনই।

এ প্রসঙ্গে অনামিকার বলেন, শৈশব থেকেই আমি গান শিখছি। তবে ‘আয় ফিরে আয়’ আমার প্রথম মৌলিক গান। এটি প্রকাশের পর খুব প্রশংসা পাচ্ছি। সবাই খুব উৎসাহ দিচ্ছেন। এজন্য আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি।  

তিনি আরও জানান, তথাকথিত তারকা হওয়ার প্রতিযোগিতায় বাদ দিয়ে কিছু শুদ্ধ বাংলা গানের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান অনামিকা সরকার। পাশাপাশি শ্রোতাদের সুন্দর সুন্দর মৌলিক গান উপহার দেওয়ার চেষ্টা থাকবে তার।

***'আয় ফিরে আয়'র গানচিত্র

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।