ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর বায়োপিকে প্রাথমিকভাবে নির্বাচিত যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
বঙ্গবন্ধুর বায়োপিকে প্রাথমিকভাবে নির্বাচিত যারা

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫০ জন অভিনেতা ও অভিনেত্রী।

এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, তৌকির আহমেদ, ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়াসহ অনেক জনপ্রিয় তারকা।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরশনের (বিএফডিসি) কৃতিক প্রকাশিত গেজেট

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরশনের (বিএফডিসি) পক্ষ থেকে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিএফডিসি কতৃক প্রকাশিত গেজেট

জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করবেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত। বিএফডিসি কতৃক প্রকাশিত গেজেট

পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, ১৮০ মিনিটের সিনেমাটিতে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম তুলে ধরা হবে বড় পর্দায়। এছাড়া এতে গবেষণার কাজে পরিচালকের সহকর্মী রয়েছেন অতুল তিওয়ারি।

তবে কবে থেকে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু হচ্ছে তা এখনো জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।