ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সজলের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন যুথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
সজলের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন যুথি

আমাদের সমাজে নানা সময় প্রতিবন্ধীদের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে সুযোগ পেলে অন্য সুস্থ মানুষের মতো তারাও দারুণ কিছু করে দেখাতে পারে। এমনই ভাবনা থেকে আর এন রূম্পা নির্মাণ করেছেন নাটক ‘ডবলিউ’। এতে প্রথমবারের মতো সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন যুথি।

সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি রয়েছে সম্পাদনার টেবিলে।

এতে প্রতিবন্ধী যুবক ডবলিউর চরিত্রে আব্দুন নূর সজল এবং তার বিপরীতে সোহেলি চরিত্রে যুথিকে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন।

এ প্রসঙ্গে সজল বলেন, প্রতিবন্ধীদের সমাজের অনেক আড় চোখে দেখেন। কিন্তু তা না করে সবারই উচিত তাদের পাশে থাকা। সবার সহযোগিতা পেলে তারাও অন্যদের মতো স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন।  

নির্মাতা আর এন রূম্পা বলেন, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এমন সুন্দর একটি গল্প নিয়ে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে।  

এছাড়া এমন একটি গল্পের নাটকে অভিনয় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুথি।

সজল ও যুথি ছাড়াও ‘ডবলিউ’তে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, খান সুমন, অপু সরকার, শিরিন আলম, আসলাম প্রমুখ। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।