ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বরুণকে বাদ দিয়ে টাইগারকে নিলেন রেমো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
বরুণকে বাদ দিয়ে টাইগারকে নিলেন রেমো!

জানুয়ারিতে মুক্তি পেয়েছে রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। আলোচনায় থাকার পরও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং তার বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটির গল্পে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা গেছে।

 

সম্প্রতি রেমো ডি’সুজা ড্যান্স ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তির কাজ শুরু করেছেন। তবে শোনা যাচ্ছে এবার আর বরুণ থাকছেন না। বলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নতুন পর্বে তার জায়গায় নেওয়া হচ্ছে টাইগার শ্রফকে।  

ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, রেমোর পরিচালনায় এর আগে সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্লাইং জেট’-এ অভিনয় করেছিলেন টাইগার। তারা দু’জন আবারও একসঙ্গে ড্যান্স সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন।    
 
‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ছিল ‘স্ট্রিট ড্যান্সার’। এটি ছাড়াও ‘এবিসিডি ২’ সিনেমায়ও রেমোর পরিচালনায় অভিনয় করেন বরুণ। তবে এবার এই ফ্র্যাঞ্চাইজিটিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন টাইগার। তবে তার বিপরীতে সিনেমাটিতে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।