ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

অল্লু অর্জুন ও বিজয়ের কাছ থেকে শিখতে চান ঋত্বিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
অল্লু অর্জুন ও বিজয়ের কাছ থেকে শিখতে চান ঋত্বিক

দক্ষিণী সুপারস্টার ‘দলপতি’ বিজয় এবং ‘স্টাইলিশ স্টার’ অল্লু অর্জুনের চমৎকার নাচের দারুণ ভক্ত স্বয়ং বলিউডের ‘গ্রিক দেবতা’ ঋত্বিক রোশন। বিজয় ও অর্জুন নাচের নৈপুণ্যের পেছনে কী আছে তা জানতে চান এই বলিউড সুপারস্টার।

ঋত্বিক রোশনকে বলা হয় বলিউডের নটরাজ। তার অসাধারণ নাচের ভক্ত তামাম দুনিয়ার সিনেপ্রেমীরা।

কিন্তু সেই ঋত্বিকই কিনা দুই দক্ষিণী সুপারস্টারের নাচের ভক্ত। ঘটনা এমনই।  

সম্প্রতি চেন্নাই গিয়ে এক সাক্ষাৎকারে ‘ব্যাং ব্যাং’খ্যাত এই তারকা চমকপ্রদ এই কথা জানান। একজন নাচিয়ে হিসেবে অল্লু অর্জুন কেমন? এমন প্রশ্নের উত্তরে ঋত্বিক বলেন, ‘হায় রাম! সে তো দারুণ বলবান, শক্তিশালী ও প্রেরণাদায়ক। ’

আর বিজয়ের নাচ কেমন লাগে ঋত্বিকের? খুব সাদাসিধে উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের কোনো গোপন খাদ্যতালিকা আছে, অথবা এরকম অন্য কিছু। কারণ তাদের শক্তির মাত্রাটা সত্যিই বিস্ময়কর। আমি জানতে চাই তারা নাচের আগে কী খায়। ’

ঋত্বিক রোশনের এই সাক্ষাৎকারের ভিডিওর চুম্বক অংশ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ভক্তরা। একইসঙ্গে অল্লু অর্জুন ও বিজয়ের ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। তারাও বারবার শেয়ার করে ভাইরাল করছেন তাদের প্রিয় তারকা সম্পর্কে বলিউড সুপারস্টারের প্রশংসার বাণী।  

তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনকে টলিউডের অন্যতম সুনিপুণ নাচিয়ে বলা হয়। মূল ভূমিকায় চলচ্চিত্রে অভিনয়ের আগেই তরুণ বয়সে ২০০১ সালে ‘ড্যাডি’ সিনেমায় একজন নৃত্যশিল্পী হিসেবে প্রথম দেখা দেন অর্জুন। তবে তার নাচের জাদুতে কোটি ভক্তের মন জয় করেছেন সুপারহিট ‘আরিয়া ২’ সিনেমায়। এমনকি মাইকেল জ্যাকসনের শৈলীতে নেচেও মুগ্ধ করেছেন তিনি।  

ঋত্বিক রোশনের সবশেষ সিনেমা ‘ওয়ার’ (২০১৯) ছিল সুপারহিট। অন্যদিকে অল্লু অর্জুনের সাম্প্রতিক সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলূ’ দারুণ সাফল্য পেয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।