ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মাহির ফুটবল টুর্নামেন্ট আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
মাহির ফুটবল টুর্নামেন্ট আয়োজন

রাজশাহী: মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (০৪ মার্চ) রাজশাহীর তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।

সকালে তানোরে মাহি নিজেই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় মুণ্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র আমির হোসেনও উপস্থিত ছিলেন।

 

আয়োজন প্রসঙ্গে মাহি সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততমজন্মবার্ষিকী উপলক্ষে আমি টুর্নামেন্টটি উৎসর্গ করছি। ফুটবল ও ক্রিকেট খেলার প্রতি ঝোক আমার আগে থেকেই। সময় পেলেই আমি খেলা দেখতে বসে যাই। যার কারণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চিত্রনায়িকা মাহি।  ছবি: বাংলানিউজএদিকে, দুই দিনব্যাপী এই স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।  

বুধবার উদ্বোধনী খেলায় তরুণ সংঘ ১-০ গোলে উদয় সংঘকে পরাজিত করে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন মাহি নিজেই। তানোরে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ‘স্বপ্ন’ নামের একটি অরাজনৈতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন।  

আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মিঠু শেখ জানান, চিত্রনায়িকা মাহির নানা বাড়ি তানোর উপজেলায়। মুজিববর্ষ উপলক্ষে নিজ এলাকায় মাহি ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টে’র আয়োজন করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।