ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসা ও সংসারের গল্পে ‘আপন আঁধার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ভালোবাসা ও সংসারের গল্পে ‘আপন আঁধার’

স্বামী-স্ত্রীর অতীত পাপ হ্যালুসিনেশন হয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। এক দুর্ঘটনায় মৌমির তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। এই বাচ্চাকে নিয়ে তাদের মধ্যে অনেক স্বপ্ন ছিল।

অকালে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় মৌমি মানসিকভাবে ভেঙে পড়েন। সেজন্য ডাক্তারের পরামর্শে তাকে নেপাল নিয়ে যান অভ্র।

সেখানে যাওয়ার পরে মৌমি এক ধরনের আতঙ্কে ভোগেন।  

তিনি মনে করেন, কেউ তাকে আড়াল থেকে অনুসরণ করছে,  কিন্তু সামনে আসছে না। একদিন আড়াল থেকে বেরিয়ে আসে এক মুখ। সেই মুখ মৌমির চেনা!

কে সে? তা জানা যাবে নাটক ‘আপন আঁধার’-এ। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, অপর্ণা ঘোষ, এফ এস নাঈম প্রমুখ।
শুক্রবার (৬ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমআরএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।