ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হোলি উদযাপন করতে ভারতে নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
হোলি উদযাপন করতে ভারতে নিক-প্রিয়াঙ্কা

হোলি উৎসব মানেই জীবনে রাঙিয়ে নেওয়ার রঙিন উৎসব। এবার সেই রঙের খেলায় মাততে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ভারতে এসেছেন মার্কিন পপ তারকা নিক জোনাস।

স্ত্রী যদি হন ‘দেশি গার্ল’ তাহলে মার্কিন পপ স্টার নিক জোনাসকে যে ভারতীয় উত্সবে মাততেই হবে তা আর আলাদা করে বলার কিছু নেই। এর আগে দিওয়ালি উৎসবেও খাঁটি ভারতীয় কায়দায় সামিল হয়েছিলেন নিক জোনাস।

এবার পালা হোলি উদযাপনের।

রঙের উত্সবে মাততে স্বামী নিককে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক মাধ্যমে একটি ছবি এই মুহূর্তে ভাইরাল যেখানে ‘নিকিয়াঙ্কা’কে এক ব্যক্তির সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। পাশেই রয়েছে তাদের লাগেজ।

সাধারণত নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। তাই আশা করাই যেতে পারে কিছুদিনের মধ্যেই তারাও ভারত সফরের এক্সক্লুসিভ ছবি পোস্ট করবেন।

বলিউডে প্রিয়াঙ্কাকে সবশেষ দেখা গেছে গত বছরের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। তার আগামী দুটি সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে। একটি সিনেমা হলো অরবিন্দ অদিগার ব্যঙ্গাত্মক উপন্যাস অবলম্বনে ‘দ্য হোয়াইট টাইগার’ এবং অপরটি হলো রবার্ট রড্রিগেজ’র সুপারহিরো সিনেমা ‘উই ক্যান বি হিরোস’। এছাড়া প্রাইম ভিডিও’র থ্রিলার সিরিজ ‘চিটাডেল’-এ দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।