ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘তানহাজি’কে টপকে গেল ‘বাঘি থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
‘তানহাজি’কে টপকে গেল ‘বাঘি থ্রি’

আগে থেকেই জল্পনা-কল্পনার তুঙ্গে ছিল টাইগার শ্রফের অ্যাকশন সিনেমা ‘বাঘি থ্রি’। সব জল্পনা সত্যি করে শুরুর দিনেই সিনেমাটি রেকর্ড ভাঙলো, বছরের সর্বোচ্চ প্রথম দিনের আয় করে আগুন ধরালো বলিউডের বক্স অফিসে।

এ পর্যন্ত ২০২০ সালের সর্বোচ্চ প্রারম্ভিক আয়ের রেকর্ড ঝুলিতে রেখেছিল অজয় দেবগণের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। এবার অপরাজেয় ‘তানহাজি’কে পেছনে ফেলে এগিয়ে গেল ‘বাঘি থ্রি’।

আহমেদ খান পরিচালিত সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি। এ বছর কোনো বলিউড সিনেমার প্রথম দিনের আয়ের মধ্যে এটাই সর্বোচ্চ।

‘বাঘি থ্রি’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ এবং আরও অনেকে। করোনা ভাইরাসের আতঙ্ক চারদিকে ছড়িয়ে পড়ার কারণে একটু ভয়েই ছিলেন সিনেমাটির নির্মাতারা। জনসমাবেশ এড়িয়ে চলা এ মুহূর্তে সবার জন্য নিরাপদ। তারপরও যে এত দর্শক প্রেক্ষাগৃহমুখী হয়েছেন তাতেই ধন্য ‘বাঘি’র নির্মাতারা।

‘বাঘি থ্রি’ পেছনে ফেলেছে ‘তানহাজি’কে। ‘তানহাজি’র প্রথম দিনের আয় ছিল ১৫ কোটি ১০ লাখ রুপি। একদিন আগেও এটাই ছিল এ বছরের সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড। এখন পর্যন্ত সিনেমাটি মোট ২৭৯ কোটি রুপি আয় করেছে।

‘তানহাজি’র পর এ বছরের তৃতীয় সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড ‘লাভ আজ কাল’। ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করে ১২ কোটি ৪০ লাখ রুপি। যদিও সিনেমাটির মোট আয় খুব বেশি হয়নি, মাত্র ৩৫ কোটি রুপি।

১০ কোটি ২৬ লাখ প্রারম্ভিক আয় করে চতুর্থ স্থানে আছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। ‘তানহাজি’র প্রতিযোগিতা থাকার পরও বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সিনেমাটি এখন পর্যন্ত ৬৮ কোটি ২৮ লাখ রুপি আয় করেছে।

আয়ুষ্মান খুরানা যথারীতি সেরা পাঁচে থাকবেন, এ তো সাধারণ কথা। তার অভিনীত ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি ৫৫ লাখ রুপি। এখন পর্যন্ত সিনেমাটি ৫৬ কোটি ৭৪ লাখ রুপি আয় করেছে।  

এখন দেখার পালা ‘বাঘি থ্রি’ তানহাজির একের পর এক গড়ে তোলা রেকর্ডগুলো ভাঙতে পারে কি না।  

পড়ুন সাক্ষাৎকার: অ্যাকশন উপহার দিতে ভালোবাসি: টাইগার শ্রফ

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।