ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আইন মানেননি ধর্মেন্দ্র, বন্ধ হলো তার প্রতিষ্ঠান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
আইন মানেননি ধর্মেন্দ্র, বন্ধ হলো তার প্রতিষ্ঠান

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র একটি রেস্তরাঁ খুলেছিলেন হরিয়ানায়। কিন্তু সেই রেস্তরাঁ তৈরি করতে গিয়ে বেশকিছু আইন ভেঙে ফেলেছেন তিনি। আর সেই অনিয়মের অভিযোগ তুলেই রেস্তরাঁটি বন্ধ করে দিলো প্রশাসন।

বলিউডের ‘বীরু’খ্যাত অভিনেতা ধরম সিং দেওল, বিনোদন জগতে যিনি ধর্মেন্দ্র নামেই পরিচিত। ৮৪ বছর বয়সী ধর্মেন্দ্র অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন।

রাজনীতিতেও সক্রিয় তিনি। সে সঙ্গে ব্যবসাও আছে তার।

সম্প্রতি একটি রেস্তরাঁ চালু করেন ধর্মেন্দ্র। তবে জমি নিয়ে অনিয়মের অভিযোগে রেস্তরাঁটি বন্ধ করে দিয়েছে হরিয়ানা রাজ্য প্রশাসন। হরিয়ানার কারনালে ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারে থিম রেস্তরাঁ খুলেছিলেন ‘বীরু’। অভিযোগ, এর আগে কারনাল পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নোটিস পাঠিয়েও লাভ হয়নি। ফলে কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নিতেই হলো।

‘হি-ম্যান’ রেস্তরাঁ

কারনাল মিউনিসিপ্যালিটি করপোরেশনের অভিযোগ, জমির কাগজপত্রে গলদ রয়েছে। এমনকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ভবনটি। কারনালের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব বলেন, রেস্তরাঁর মালিককে এর আগে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তারা কোনও জবাব দেয়নি। আর তাই রেস্তরাঁটি বন্ধ করে দেওয়া হলো। রেস্তরাঁটি পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লির ব্যবসায়ী প্রমোদ কুমার। এই ঘটনায় তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ভ্যালেনটাইনস ডে’র দিন রেস্তরাঁটির উদ্বোধন করেন ধর্মেন্দ্র। সে সময় তিনি জানিয়েছিলেন, আমার আগের রেস্তরাঁ ‘গরম ধরম ধাবা’ যথেষ্ট সাফল্য পেয়েছে। সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘ফার্ম টু ফর্ক’ থিমের রেস্তরাঁ ‘হি-ম্যান’ উদ্বোধন করছি। ’ 

কিন্তু ধর্মেন্দ্রের উদ্বোধনের মাত্র ২০ দিনের মাথায় সেই রেস্তরাঁটি বন্ধ করে দিল প্রশাসন।

এদিকে চলচ্চিত্র নিয়ে এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন ধর্মেন্দ্র। তার সবশেষ প্রযোজিত সিনেমা ‘পল পল দিল কে পাস’র মধ্য দিয়ে সিনেমায় অভিষেক করেছেন তার পৌত্র করণ দেওল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।