ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির অনুমতি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
মুক্তির অনুমতি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, চিত্রনায়িকা অধরা খান ও সুমিত সেনগুপ্ত। 

বিষয়টি নিশ্চিত করে শাহীন সুমন বাংলানিউজকে বলেন, রোববার (০৮ মার্চ) ‘পাগলের মতো ভালোবাসি’ দেখার পর সেন্সর বোর্ড ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছে। ঈদের আগে মুক্তির কোনো তারিখ খালি নেই।

তাই আমরা ঈদুল ফিতরের পরই সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।  

আসিফ, অধরা এবং সুমিত ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’তে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। নৃত্য পরিচালনা করেছেন কালু ও নুহরাজ।  

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।

২০১৬ সালে ‘পাগলের মতো ভালোবাসি’র শুটিং শুরু হলেও শেষ হয় চলতি বছরের শুরুর দিকে।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।