ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘রক্তরহস্য’র ট্রেলার নিয়ে হাজির কোয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
‘রক্তরহস্য’র ট্রেলার নিয়ে হাজির কোয়েল

কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের নতুন সিনেমা ‘রক্তরহস্য’। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারটি ছিল একেবারে টানটান উত্তেজনা ও রহস্যে ঘেরা।

সিনেমাটিতে একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। তার চরিত্রের নাম স্বর্ণজা।

ট্রেলারে দেখা যায় একটি অজানা ফোন কলে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ পান তিনি। কিন্তু তাকে ফিরে পাওয়ার জেদে রহস্যের জটিল ফাঁদে জড়িয়ে পড়ল আরও। কী হবে তাদের পরিণাম? এর উত্তর মিলবে সিনেমায়।

সিনেমাটি প্রসঙ্গে কোয়েল বলেন, এমন একটা চরিত্র যে নিজের দুঃখ প্রকাশ করে না, কান্না দেখায় না। এই চরিত্র আমার মনের খুব কাছের।

এতে কোয়েলের ভাইয়ের চরিত্রে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মল্লিককেও।

১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘রক্তরহস্য’। তার মাস খানেক আগেই সামনে এলো ট্রেলার।  

***‘রক্তরহস্য’র ট্রেলার

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।