ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

৯ বছর প্রেমের পর বিয়ে করছেন পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
৯ বছর প্রেমের পর বিয়ে করছেন পূজা

প্রেমিক কুণাল বর্মার সঙ্গে নয় বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বাগদানও সেরেছেন তিন বছর আগে। এবার তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। 

পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের করার খবরটি দিয়েছেন। তবে বিয়ে নির্দিষ্ট তারিখ জানাননি।

কুণালের একটি পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, এতদিন মেয়ে, বোন, বন্ধু ও প্রেমিকা হিসেবে ছিলাম। এবার আমি স্ত্রীও হতে চলেছি। এবার একসঙ্গে থাকার সময় এসে গিয়েছে। আমরা বিয়ে করতে চলেছি।

২০১৭ সালে হঠাৎ করেই বাগদান সারেন পূজা ও কুণাল। কিন্তু অন্যদের মতো বাগদানের পরই তাদের বিয়ে করতে দেখা যায়নি। দু’জনই ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত কাজ নিয়ে। তবে তিন বছর পর বিয়ের করার খবর দিলেন পূজা।

হিন্দি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পূজা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’ ও ‘রকি’তে দেখা গেছে তাকে। ওয়েব সিরিজেও বিচরণ ঘটেছে তার।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।