ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অপূর্ব-ফারিয়ার সিনেমার শুটিং শুরু হচ্ছে বুধবার, মুক্তি ঈদে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
অপূর্ব-ফারিয়ার সিনেমার শুটিং শুরু হচ্ছে বুধবার, মুক্তি ঈদে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন সিনেমায়। ‘যদি..কিন্তু..তবুও’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন নন্দিত পরিচালক শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই তারিখের প্রায় দুই সপ্তাহ পর বুধবার (১১ মার্চ) থেকে কক্সবাজারে ‘যদি..কিন্তু..তবুও’র শুটিং শুরু হচ্ছে।

শিহাব শাহীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ মার্চ থেকে আমরা শিল্পীদের নিয়ে অনুশীলনের কাজ শুরু করেছি। মাঝে বিরতি দিয়ে মঙ্গলবার পর্যন্ত (১০ মার্চ) অনুশীলন চলবে। এরপর বুধবার থেকে শুটিংয়ের ক্যামেরা চালু হবে। টানা ২২ দিন কক্সবাজারে শুটিং করবো।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, পহেলা বৈশাখে মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে।

‘যদি..কিন্তু..তবুও’ সিনেমা হলেও এটি বড় পর্দায় নয়, মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্মে। ভারতীয় ভিডিও স্ট্রিমিং সাইট জি-ফাইভ’র জন্য এটি নির্মিত হচ্ছে।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে অপূর্ব বাংলানিউজকে বলেছিলেন, শিহাব শাহীনকে আমি গুরু মানি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার মুখে সিনেমার গল্পটা শোনার পর আমি একদম বাকরুদ্ধ হয়ে যাই। এর গল্পে কাজ করার লোভ সামলাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে, এটা মিস করা আমার পক্ষে একেবারেই সম্ভব না।  

অপূর্ব-ফারিয়া ছাড়াও ‘কিন্তু..যদি..তবুও’তে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানা প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত হচ্ছে এ সিনেমা।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।