ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘আংরেজি মিডিয়াম’র পর নির্মিত হবে ‘চাইনিজ মিডিয়াম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
‘আংরেজি মিডিয়াম’র পর নির্মিত হবে ‘চাইনিজ মিডিয়াম’

২০১৭ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘হিন্দি মিডিয়াম’। এটি প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্য পায়। এর সিকুয়েল ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পেতে যাচ্ছে ২০ মার্চ। সিনেমাটিতে ইরফান খানের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খানকে। 

ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক দিনেশ ভাইজান জানিয়েছেন ‘আংরেজি মিডিয়াম’র মুক্তির কিছুদিন পর শুরু হবে তৃতীয় কিস্তির কাজ। আর এর নাম রাখা হয়েছে ‘চাইনিজ মিডিয়াম’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিনেশ ভাইজান বলেন, হিন্দি মিডিয়াম চীনে বেশ সাড়া ফেলে। কয়েক মাসের মধ্যে ‘আংরেজি মিডিয়াম’ও সেখানে মুক্তির পরিকল্পনা রয়েছে।  

‘চাইনিজ মিডিয়াম’ প্রসঙ্গে তিনি জানান, চীনে ‘হিন্দি মিডিয়াম’ মুক্তির সময় দেশটির একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। তখন সেখানকার একজন কর্মী এসে দিনেশকে বলেন, মেয়েকে সঙ্গে নিয়ে তিনি সিনেমাটি দেখেছেন এবং এর গল্প পুরো পুরো তাদের জীবনের সঙ্গে মিলে যায়। এরপরই ‘চাইনিজ মিডিয়াম’ নির্মাণের সিদ্ধান্ত নেন দিনেশ।

‘আংরেজি মিডিয়াম’ পরিচালনা করেছেন হোমি আদজানিয়া ও প্রযোজনায় রয়েছে মডোক ফিল্মস।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।