ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লিটু আনামের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ ও লাখ টাকা চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
লিটু আনামের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ ও লাখ টাকা চুরি 

ঠাকুরগাঁও: অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাসা থেকে ৬০ ভরি স্বর্নালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। সোমবার (০৯ মার্চ) দিনগত রাতে শহরের আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি অনুদানে নির্মাণাধীন ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার ৬ দিনের শুটিং শেষ করে সোমবার লিটু আনাম ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে ছিলেন তার বড় ভায়ের স্ত্রী বিভা ও মা সালেহা খাতুন।

 

বিকেল ৫টায় তারা দুপুরের খাবার খেয়ে দু’জন বিশ্রামে গেলে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই তারা অচেতন হয়ে যান, তাই রাতে খাবার খেতে উঠেনি। তখনই ওই সংঘবদ্ধ চক্রটি বাড়িতে ঢুকে নগদ এক লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে তাদের ঘুম ভাঙে। তারপর তারা ঘরের দরজা খোলা ও  বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও থানা পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন খাবার আলামত হিসাবে জব্দ করেছে। সেটি রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।