ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার ফটোশুটের ঝলক দেখে বেসামাল রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
দীপিকার ফটোশুটের ঝলক দেখে বেসামাল রণবীর

স্ত্রীর সৌন্দর্যে সর্বদাই মুগ্ধ রণবীর সিং। তিনি যে দীপিকার প্রশংসা করার কোনো সুযোগ হাতছাড়া করেন না, তা অনেকেরই অজানা নয়। বিয়ে, অ্যাওয়ার্ড শো’র মঞ্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন বিষয়ে দীপিকার নাম লেগেই থাকে রণবীরের ঠোঁটে। 

সোমবার (০৯ মার্চ) ইনস্টাগ্রামে নিজের সাম্প্রতিক ফটোশুটের কিছু ছবি শেয়ার করেন দীপিকা। সাদা-কালো সেই ছবিতে সমুদ্র সৈকতে সুপারহট দীপিকার দেখা মিলেছে।

ছবিতে মনোকিনিতে দেখা গেছে দীপিকাকে। শরীরী উষ্ণতার এই ছবি দেখে রণবীর সিংয়ের মনের ধরফরানিও বেশ খানিকটা বেড়ে গেছে। তাই তো পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন- ‘বেবি রহেম করো ইয়ার (আমাকে ক্ষমা করো প্রিয়)। ’

এই ফটোশুটের আরও কিছু ছবি আগেই সামনে এনেছেন দীপিকা। সমুদ্রের ধারে সূর্যের আলোমাখা দীপিকা ফ্রেমবন্দি হয়েছেন। একটি ম্যাগাজিনের মার্চ ইস্যুর কভার গার্ল দীপিকা।

আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার ‘৮৩’। পরিচালক কবির খানের এই সিনেমায় দীপিকার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। এতে কপিল দেব পত্নী রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।