ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আতঙ্কের মধ্যেও জেব্রা-কুমিরের মাংস ভোজন সৃজিতের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
করোনা আতঙ্কের মধ্যেও জেব্রা-কুমিরের মাংস ভোজন সৃজিতের

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা আতঙ্কের চলমান এই পরিস্থিতিতে জেব্রা ও কুমিরের মাংস খেয়ে ফের আলোচনায় এলেন পশ্চিমবঙ্গের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি।

হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় গিয়ে জেব্রা ও কুমিরের মাংস ভোজন করে বিস্ময় রকমের পরিস্থিতি তৈরি করেছেন নন্দিত এই নির্মাতা।

 ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে আফ্রিকায় রয়েছেন তিনি।

তার সঙ্গে আছে সিনেমাটির পুরো ইউনিট।  

সেখানেই কাজের ফাঁকে ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় হাজির হন সৃজিত। অর্ডার করেন গ্রিল করা কুমিরের মাংস, জেব্রার স্টেক। সেইসব খাবারের ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে শূকর ছিল খাবারের মেনু হিসেবে।  

এদিকে ইনস্টাগ্রামে পোস্ট করা সেসব ছবি নিয়েই উত্তাল হয়েছে নেটদুনিয়া। অনেকে সমালোচনাও করছেন এই বাঙালি পরিচালকের। করোনা আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অবাক হয়েছেন অনেকেই।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।