ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লাল শাড়িতে শিল্পার নাগিন নাচ, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
লাল শাড়িতে শিল্পার নাগিন নাচ, ভাইরাল ভিডিও

সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর নাচের জন্য সবর্দাই প্রশংসিত বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। সম্প্রতি তার নাগিন নাচের একটি ভিডিও ভক্ত-অনুরাগীদের বেশ নজর কেড়েছে। ভিডিওটি শুধু যে ভাইরাল হয়েছে তা কিন্তু নয়, ভক্তরা যেন এতে ডুবেই আছেন।

আর সেই কারণেই ৫ কোটির বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এতে শিল্পাকে ‘নাগিন’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে।

ভিডিওতে শিল্পা একটি লাল রঙের শাড়ি পরেছেন। ৫ কোটি ভিউয়ের পাশাপাশি ৪০ লক্ষের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। আর মন্তব্যের বন্যা তো আছেই।

শিল্পা শেঠি শিল্পা শেঠির এই সুপার ভাইরাল ভিডিওটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে শিল্পাকে লাল শাড়ি পরে নাচতে দেখা গেছে আর দ্বিতীয় ভাগে তাকে দেখা গেছে একেবারেই অন্যরকম লুকে। তবে শাড়ি হোক বা শরীরের সঙ্গে লেগে থাকা পোশাক, দুটিতেই শিল্পাকে মানিয়েছে অসাধারণ। যে ভঙ্গিমায় তিনি ‘নাগিন’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।  

এদিকে শিগগিরই শিল্পাকে দেখা যাবে বড় পর্দায়। ‘হাঙ্গামা ২’ ও ‘নিকম্মা’ দিয়ে বহুদিন পর বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।