ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নাটকের গানে শফিকুলের যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
নাটকের গানে শফিকুলের যাত্রা শুরু

সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘গানের রাজা’র প্রথম রানারআপ শফিকুল ইসলাম এবার কণ্ঠ দিলেন নাটকের গানে। ‘প্রেমের পোকা’ শিরোনামের গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নাটকের গানে যাত্রা শুরু হলো এই খুদেশিল্পীর।

গানটির কথা ও সুর আভ্রাল শাহিরের। ভিন্ন স্বাদের গানটি ‘পপুলার প্রেমিক’ নাটকে জন্য তৈরি হয়েছে।

নিজের রচিত গল্পে ও বুলবুল মাসুদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুবের বিপরীতে এই নাটকে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।  

প্রথমবার নাটকে গান করা প্রসঙ্গে শফিকুল বলেন, খুব সুন্দর একটি গান হয়েছে। মনে হলো সিনেমার জন্য গাইলাম।

নির্মাতা সৈকত রেজা বলেন, নাটকটির চিত্রনাট্যে একটি গানের প্রয়োজন ছিল। চিত্রনাট্যের সূত্র ধরে গানটি লেখা ও সুর হলো। কণ্ঠশিল্পী হিসেবে আমরা বেছে নিলাম শফিকুলকে, অসাধারণ গেয়েছে।

সিএমভি’র প্রযোজনায় ‘পপুলার প্রেমিক’ নাটকটি ১৬ মার্চ প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। আলাদাভাবে আসবে গানচিত্রটিও।  

এর আগে একই প্রতিষ্ঠান থেকে ইমরানের সুরে শফিকুলের মৌলিক গান ‘ভাবতে ঘেন্না লাগে’ ও ‘মন বইলা কিছু নাই’ প্রকাশ পেয়েছে। গান দু’টি শ্রোতাপ্রিয় হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।