ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘এক ভিলেন’র সিকুয়েলে তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
‘এক ভিলেন’র সিকুয়েলে তারা

২০১৪ সালের সুপারহিট সিনেমা ‘এক ভিলেন’র সিকুয়েল নির্মাণ করছেন মোহিত সুরি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জন আব্রাহাম, আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি। সম্প্রতি সিনেমাটিতে যুক্ত হলেন তরুণ অভিনেত্রী তারা সুতারিয়া।

‘এক ভিলেন ২’তে আদিত্যের বিপরীতে অভিনয় করবেন তারা। আর জনের বিপরীতে দেখা যাবে দিশাকে।

সিনেমাটিতে তারার চরিত্র প্রসঙ্গে পরিচালক জানান, এতে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’খ্যাত এই তারকা একজন গায়িকার চরিত্রে অভিনয় করবেন।

‘এক ভিলেন’ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা। তিনি ছাড়াও প্রথম পর্বে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও রিতেশ দেশমুখ। তবে সিক্যুয়েলে তাদের কাউকেই দেখা যাবে না। চলতি বছরই ‘এক ভিলেন ২’র শুটিং শুরু হবে।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তারা সুতারিয়ার। এতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন। সর্বশেষ ‘মারজাওয়া’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় হাজির হন তিনি। এতে সিদ্ধার্থ মালহোত্রার নায়িকা হয়েছেন। তবে বক্স অফিসে সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।