ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড

যাকে ঘিরে #মিটু আন্দোলনের সূত্রপাত, হলিউডের সেই প্রভাবশালী চিত্রপ্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক নারীকে যৌন হেনস্থা ও ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হলো। 

বুধবার (১১ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের বিচারক জেমস বার্কের আদালত হার্ভেকে নিউ ইউর্ক স্টেট কারাগারে ২৩ বছর কাটানোর নির্দেশ দেন। রায় ঘোষণার আগে বিচারক ওয়েনস্টেইনকে বলেন, তার নাম আনুষ্ঠানিকভাবেই যৌননিগ্রহকারী হিসেবে লিখিত হবে।

গত ২৪ ফেব্রুয়ারি আদালতে ধর্ষণ মামলায় ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

এই রায়ের মধ্য দিযে নিউ ইয়র্কে ওয়েনস্টেইনের বিচার শেষ হলো। এটি শুরু হয়েছিল চলতি বছরের ৬ জানুয়ারি।

ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০০৬ সালে অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণ এবং ২০১৩ সালে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন করেছেন।  

ওয়েনস্টেইনের এই অপকর্মের প্রতিবাদ জানিয়েই প্রথম শুরু হয়েছিল #মিটু আন্দোলন। এটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। একের পর এক অনেক নামজাদা ব্যক্তির মুখোশ উন্মোচন করেন অনেক অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গণের নারীরা।  

আরও পড়ুন: যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হার্ভে ওয়েনস্টেইন

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।