ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায় সন্তু মুখোপাধ্যায়

বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায় বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিন ক্যান্সার ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

 তবে সেসময় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি।  

প্রসঙ্গত, ১৯৭৫ সাল থেকে সংসার, সীমান্তে, রাজা, হারমোনিয়াম, প্রতিমা, দেবদাস, শেষ বিচার, স্বামী স্ত্রী, ন্যায় অন্যায়, মালঞ্চ, হেমন্তের পাখি, অগ্নিপথ, সপ্তসুরসহ বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়। বাংলা ছবির জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ। শেষ দিকে বহু বাংলা ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করতেন প্রয়াত এই অভিনেতা।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।