ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হাটে হাঁড়ি ভাঙলেন শাবনূর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
হাটে হাঁড়ি ভাঙলেন শাবনূর শাবনূর, ছবি-বাংলানিউজ

সম্প্রতি বিনোদন জগতের অন্যতম বড় খবর জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বিবাহবিচ্ছেদ। শুধু তালাক নয়, এ নিয়ে অভিনেত্রীর তিক্ত অভিজ্ঞতা ও চাঞ্চল্যকর ঘটনাগুলো তার অগণিত ভক্তের হৃদয়ে ক্ষরণ ঘটাচ্ছে। এবার তালাকের সিদ্ধান্তের পেছনে থাকা গোপন কারণগুলো ফাঁস করলেন শাবনূর নিজেই।

সাবেক স্বামী অনিকের বিয়ের বিষয়ে মুখ খুলেছেন শাবনূর। বললেন অনিকের নতুন পাসপোর্টে স্ত্রী হিসেবে নাম রয়েছে ‘আয়েশা আক্তার’ নামের এক মহিলার।

এছাড়াও শাবনূরের সঙ্গে প্রতারণা করে বিয়ে, অর্থের প্রতি লোভ, সংসারে নির্যাতন, সন্তানের প্রতি উদাসীনতা, নতুন আরেকজনকে বিয়ে করাসহ অনেকগুলো অভিযোগ উপস্থাপন করেছেন এই অভিনেত্রী।

অস্ট্রেলিয়া থেকে শাবনূর সংবাদমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকে অনিকের নানা অনৈতিক কর্মকাণ্ড ও আমার ওপর তার অত্যাচার-অবিচারের বিষয়টি কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি কখনো। কারণ এটি ছিল একান্তই আমাদের পারিবারিক বিষয়। যখন পরিস্থিতি সহ্যের বাইরে চলে যায় তখন অপারগ হয়ে তাকে তালাক দিতে বাধ্য হই।  

ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, তালাকের বিষয়টিও মিডিয়া, চলচ্চিত্র বা অন্য কাউকে জানাইনি। এমনকি আমার আইনজীবীকেও বিষয়টি গোপন রাখতে বলেছিলাম। শেষ পর্যন্ত যেভাবেই হোক খবরটি প্রকাশ হয়ে যাওয়ার পরও মিডিয়া বা অন্য কারও কাছে অনীকের অন্যায় অপরাধের প্রকৃত চিত্র তুলে ধরিনি। শুধু বলেছি, আমাদের মধ্যে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। কিন্তু অনিকই শেষ পর্যন্ত আমাকে মুখ খুলতে বাধ্য করেছে।  

তিনি বলেন, অনিক মিডিয়ার কাছে বলেছে আমি নাকি আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছি। আরও বলেছে আরেকজনের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে এবং তাকে নিয়ে আমি মালয়েশিয়ায় গিয়েছি। আমি যদি অন্য কাউকে বিয়ে করে থাকতাম বা অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকত তাহলে তাকে বিয়ে করলাম কেন? 

অনিক শাবনূরকে অনেকটা প্রতারণা করেই বিয়ে করেছিলেন বলে অভিযোগ করেন শাবনূর। তার ভাষায়, আমি অনিককেও তো বিয়ে করতে চাইনি। আমরা ২০০৮ সালে ‘বধূ তুমি কার’ ছবিতে কাজ করতে গেলে সে নানাভাবে ব্ল্যাকমেইল করে আমাকে বিয়ে করে। অনিক জানিয়েছিল সে নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে ঢাকায় আমাকে একটি ফ্ল্যাট দেখিয়ে বলেছিল এটি তার। বিয়ের পর দেখি সবই মিথ্যা, সে তেমন পড়াশোনাই করেনি। আর যে ফ্ল্যাটটি আমাকে দেখিয়েছিল সেটি আসলে তার এক বন্ধুর।  

তবে শাবনূরকে বিয়ের আগেও অনিকের বিয়ে ছিল বলেন অভিযোগ করেন শাবনূর। তার দাবি, সবচেয়ে জঘণ্য মিথ্যাচার করেছে সে তার বিয়ের কথা গোপন করে। আমাকে বিয়ে করার আগেই সে মৌরি ইসলাম মৌ নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি আমি জেনে গেলে বিপদে পড়ার আশঙ্কায় মৌকে সে ভয়ভীতি দেখিয়ে তালাক দেয়। আমাদের বিয়ের পরও আমাকে না জানিয়ে বা আমার অনুমতি না নিয়ে আয়েশা আক্তার নামে এক মহিলাকে সে বিয়ে করে। এক স্ত্রী বর্তমান থাকতে সে আরেকটি বিয়ে করে কীভাবে? এটি কি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ নয়? 

শাবনূর বলেন, তারপরও তাকে কিছু বলিনি বা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিইনি। সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত আমার ও সন্তানের প্রতি তার অবহেলা ও অত্যাচারের মাত্রা বেড়ে গেলে আর সহ্য করতে না পেরে তাকে তালাক দিতে বাধ্য হই।  

নিজের সন্তানের প্রতিও চরম উদাসীন ছিলেন অনিক। শাবনূর অভিযোগ করেন, অস্ট্রেলিয়ায় সন্তান জন্মের সময় বা পরে এত বছরেও সে সেখানে সন্তানকে দেখতে কখনো যায়নি। তাকে আমি সেখানে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও নানা অজুহাতে সেখানে যাওয়া এড়িয়ে গেছে। সে তার সন্তানের ভরণ-পোষণ দূরে থাক, কখনো এক কৌটা দুধ পর্যন্ত কিনে দেয়নি। আমার সামর্থ্য ছিল বলে বাচ্চাটাকে আজ এ পর্যন্ত বড় করে তুলতে পেরেছি। আমার যদি আর্থিক সামর্থ্য না থাকত তাহলে আমাকে ও সন্তানকে আজ ভিক্ষার থালা হাতে নিয়ে পথে গিয়ে দাঁড়াতে হতো।  

এরপর অনিকের প্রতি চরম প্রতারণার অভিযোগ করে শাবনূর বলেন, সে আমাদের দেখাশোনা করবে কীভাবে? সে তো অশিক্ষিত ও বেকার। একই সঙ্গে চরম লোভী। সে আমাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিল আমার বিষয়-সম্পত্তির জন্য। আমার টাকায় সে রাজার হালে চলতে চেয়েছিল। আমি শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে চালিয়েছি। সে আমার কাছে ফ্ল্যাট-বাড়ি-গাড়ি দাবি করেছিল। আমি তাকে সবই দিতাম। কিন্তু যখন টের পেলাম সে মাদক ও পরনারীতে আসক্ত এবং নিজের স্ত্রী-সন্তানের প্রতি উদাসীন তখন কীভাবে তাকে এসব দেব? বাচ্চা জন্মের পরও রাতে মাদকাসক্ত হয়ে সে ঘরে ফিরত। আমি তাকে সন্তানের দিকে তাকিয়ে হলেও এসব বদঅভ্যাস ত্যাগের জন্য অনুরোধ করতাম। বিপরীতে আমার ওপর নেমে আসত অকথ্য নির্যাতনের স্টিমরোলার। আর অনিকের এসব অন্যায় কাজের পেছনে ইন্ধন জোগাত তার মা।  

অনিকের আরেকটি বিয়ে সম্পর্কে এই ঢালিউড অভিনেত্রী জানান, আমার কাছ থেকে ফ্ল্যাট-বাড়ি-গাড়ি না পেয়ে তার মায়ের উৎসাহ ও প্ররোচনায় সে আয়েশা আক্তার নামে এক মহিলাকে বিয়ে করেছে। সেই মহিলা ইভেন্ট ম্যানেজম্যান্টের কাজ করে। এ কাজে বিদেশেও যাওয়া-আসা আছে ওই মহিলার। কিছুদিন আগে সে অনিককে নিয়েও বিদেশে গিয়েছে। অনিক ওই মহিলার কাছ থেকে একটি গাড়ি নিয়ে এখন নিজের নামে গাড়ির কাগজপত্র করে আমাকে বলে এখন নাকি সে বাড়ি-গাড়ির মালিক হচ্ছে। বিআরটিএতে খোঁজ নিলেই জানা যাবে গাড়িটি তার নাকি ওই মহিলার কাছ থেকে নেওয়া। অনিকের মা-বাবা ও ওই মহিলা একসঙ্গে সম্প্রতি কক্সবাজার বেড়াতে যায়। এসব কিছুর প্রমাণ আমার কাছে আছে। অনিক বলেছে, তার নতুন বিয়ের প্রমাণ দিতে না পারলে আমাকে মাফ চাইতে হবে আর আমি যদি বিয়ের প্রমাণ দিতে পারি তাহলে সে মাফ চাইবে ও যে কোনো শাস্তি মাথা পেতে নেবে। এখন আমি প্রমাণ দিলাম।

আপাতত তার পাসপোর্টের একটি কাগজ প্রকাশ করলাম। এরপরও যদি সে মাফ না চায় তাহলে সে নতুন বউকে নিয়ে দেশ-বিদেশ যে ঘুরে বেড়িয়েছে সেসব ছবি আছে আমার কাছে। সব ফাঁস করে দেব। সবচেয়ে বড় কথা হলো, অনিকের নতুন পাসপোর্টের কপিও আমার কাছে। সেখানে স্ত্রী হিসেবে আমি নই, আছে আয়েশা আক্তারের নাম। বিয়ে না করলে তার নাম ব্যবহার করল কেন? যেসব হোটেলে তারা ছিল, সেখানকার সবরকম তথ্য সংগ্রহ করে তারপর তার বিয়ের কথা ফাঁস করেছি। এখন তার কথামতো তাকে আমার কাছে মাফ চাইতে হবে। না হলে তার অবৈধ কাজকর্মের অবিশ্বাস্য সব প্রমাণ ফাঁস করে দেব।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।