ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ডিজনির লাইভ-অ্যাকশন সকল সিনেমা নির্মাণ বন্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
ডিজনির লাইভ-অ্যাকশন সকল সিনেমা নির্মাণ বন্ধ থমকে গেছে ডিজনির সাতটি সিনেমা নির্মাণের কাজ

বিশ্বখ্যাত ওয়াল্ট ডিজনির সাতটি লাইভ-অ্যাকশন সিনেমা নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সও বন্ধ করেছে এর সব টিভি সিরিজ ও সিনেমা নির্মাণ। ওয়ার্নার ব্রস টিভি গ্রুপও এর কিছু ৭০+ সিরিজ নির্মাণ বন্ধ করেছে।

হলিউডে করোনা ভাইরাসের থাবা পড়েছে আরও আগেই। ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ মুক্তি পিছিয়েছে।

টম ক্রুজের মিশন ইমপজিবল শুটিং থেমে গেছে। টম হ্যাঙ্কস ও তার স্ত্রী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এবার এর প্রভাব আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে হলিউড রিপোর্টার।  

শুক্রবার (১৩ মার্চ) ওয়াল্ট ডিজনি জানায়, দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কয়েকটি লাইভ-অ্যাকশন সিনেমার কাজ স্থগিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট কারো করোনা ভাইরাস সংক্রমণ ঘটেনি বলেও নিশ্চিত করা হয়েছে।  

‘দ্য লিটল মারমেইড’ সিনেমার পোস্টার

ডিজনির যে সাতটি সিনেমার কাজ স্থগিত হয়েছে সেগুলো হলো, ‘দ্য লিটল মারমেইড’, ‘হোম অ্যালোন’, ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’, ‘দ্য লাস্ট ডুয়েল’, ‘নাইটমেয়ার অ্যালে’, ‘পিটার প্যান অ্যান্ড ওয়েনডি’ এবং ‘শ্রাঙ্ক’।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিবেচনা করে ডিজনির অসমাপ্ত কাজগুলো আবারও যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হবে বলে জানিয়েছে এই চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান।  

বৃহৎ স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্র ও কানাডায় এর সকল নির্মাণের কাজ বন্ধ করেছে। ওয়ার্নার ব্রস টেলিভিশন গ্রুপও বন্ধ করেছে এর অনেকগুলো কাজ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।