ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর জন্মদিনে দেশের গানে সাজবে গানবাংলা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধুর জন্মদিনে দেশের গানে সাজবে গানবাংলা

১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক দিনটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করছে চ্যানেলটি।

দিনব্যাপি অনুষ্ঠানমালায় থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নানা গানসহ দেশাত্ববোধক অসংখ্য গান। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই দিনটিতে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান প্রচারের স্বার্থে সবধরনের বিজ্ঞাপন প্রচার থেকেও বিরত থাকবে চ্যানেলটি।

 

এ প্রসঙ্গে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ ও উদযাপন করতে চাই। এ লক্ষ্যে বিরতিহীনভাবে দিনভর দেশের গান বাজবে গানবাংলায়। ’

জন্ম শতবর্ষ উপলক্ষে বছরজুড়েই বঙ্গবন্ধুসংশ্লিষ্ট ও দেশাত্মবোধক গান প্রচার করবে গানবাংলা।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।