ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন পরীমনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
বিয়ে করলেন পরীমনি

হঠাৎই বিয়ে করে ফেলেছেন চিত্রনায়িকা পরীমনি। সিনেমার সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী কামরুজ্জামান রনির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

বাংলানিউজকে কনে পরীমনি বলেন, গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হঠাৎ করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

পরীমনি আরও বলেন, সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গেছে। কাউকে জানানোর সুযোগ হয়নি। এখন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি। রনিও এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জানা যায়, হৃদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। এই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয়। এরপর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে তা রূপ নিলো বিয়েতে।

এর আগে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।