ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হোম কোয়ারেন্টাইনে কলকাতাফেরত মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
হোম কোয়ারেন্টাইনে কলকাতাফেরত মোশাররফ করিম মোশাররফ করিম

শুটিং শেষে কলকাতা থেকে ঢাকায় ফিরেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম।

সোমবার (১৬ মার্চ) ঢাকায় ফিরেন এ অভিনেতা। আর ফিরেই সব নাটকের শুটিং বাতিল করেছেন তিনি।

গত ২ মার্চ ‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং করেছেন সেখানের বিভিন্ন লোকেশনে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল মোশাররফ করিমের। করোনা সংক্রমণের আশঙ্কায় শুটিং বাতিল করেছেন তিনি।

এ বিষয়ে মোশাররফ করিম বলেন, আপাতত সব ধরনের শুটিং বাতিল করেছি। এই মুহূর্তে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না। তাই ঘরেই থাকছি। কাজ ছাড়া বের হচ্ছি না। বের হলেও মাস্ক ব্যবহার করছি। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মেনে চলছি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।