ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তিন তারকার ‘সাব সাবলেট’ এখন ইউটিউবে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
তিন তারকার ‘সাব সাবলেট’ এখন ইউটিউবে

মিতব্যয়ী হিসেবে সুনাম-দুর্নাম অর্জনকারী তরুণ মারজুক রাসেল। বোন ও মাকে নিয়ে তার সংসার। তাদের বাসায় সাবলেট হিসেবে আসে এক তরুণ। এরপরই ঘটনার শুরু। তিন তারকা মারজুক রাসেল, শেহতাজ ও নিলয়কে নিয়ে ‘সাব সাবলেট’ শিরোনামের ওয়েব সিরিজটি এখন সবার জন্য উন্মুক্ত।  

বাংলাঢোলের প্রযোজনায় ‘সাব-সাবলেট’ রচনা ও পরিচালনা করেছেন ‘ডিটেকটিভ লাভলু মিয়া’খ্যাত নির্মাতা সাকিব রায়হান। ১৯ মার্চ থেকে এটি দেখা যাচ্ছে বাংলাঢোলের ইউটিবের চ্যানেলে।

১৩ পর্বের সিরিজটির প্রতি পর্ব প্রচার হবে দু’দিন অন্তর অন্তর।

সংশ্লিষ্টরা জানান, কোনোরকম ভাঁড়ামো ছাড়াই একটি হাস্যরসাত্মক ওয়েব সিরিজ নিয়ে এসেছি আমরা, যা সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাবে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।

নিলয় আলমগীর, মারজুক রাসেল ও শেহতাজের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন রিফাত জাহান, শাহেদ শাহরিয়ার, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, শামীম আহমেদ, সোহান বাবু প্রমুখ।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।