ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তাপস পালের শেষ সিনেমা ‘বাঁশি’র ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
তাপস পালের শেষ সিনেমা ‘বাঁশি’র ট্রেলার প্রকাশ

মৃত্যুর আগে কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল শেষ কাজ করেছেন ‘বাঁশি’ সিনেমায়। সিনেমাটির ডাবিং শেষ করে যেতে পারেননি তিনি। তার আকস্মিক মৃত্যুর পর তাপস পালের হয়ে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শোভন কামিলা।

অবশেষে প্রকাশ্যে এলো ‘বাঁশি’ সিনেমার ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন তুহিন সিংহ।

তাপস পাল ছাড়াও ‘বাঁশি’তে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়, দেবিকা মুখোপাধ্যায় এবং দেবাশিস গঙ্গোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করছেন অমিত মিত্র।

‘বাঁশি’র পরিচালক তুহিন সিংহ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমার সঙ্গে ‘অসমাপ্ত’ বলে একটি ছবি করার জন্য কথা হয়েছিল তাপসদার। কিন্তু তা অসমাপ্তই রয়ে গেল। দাদা বলেছিলেন, মুম্বাই থেকে ফিরেই ‘বাঁশি’র ডাব করবেন। তা আর হল না। বার বার বলেছিলেন, রাজনীতি নয়, তিনি আবার সিনেমায় ফিরে আসতে চান। এত বড় একজন স্টার। অথচ ইন্ডাস্ট্রির কেউ তার খবর রাখত না। আমি নিজে দেখেছি।  

‘দাদার কীর্তি’খ্যাত অভিনেতা তাপস পালের শেষ সিনেমার শুটিং প্রসঙ্গে তুহিন বলেন,  অত শরীর খারাপের মধ্যেও কী যে ভাল শট দিয়েছেন তিনি! শুধু সংলাপগুলো বার বার মনে করিয়ে দিতে হতো।

খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পাবে তাপস পাল অভিনীত শেষ সিনেমা ‘বাঁশি’।

দেখুন ‘বাঁশি’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।