ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় সচেতন হতে ভক্তদের কাছে শাহরুখের অনুরোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনায় সচেতন হতে ভক্তদের কাছে শাহরুখের অনুরোধ

করোনা আতঙ্কে জনসচেতনতা তৈরি করতে এবার এগিয়ে এলেন বলিউড বাদশা শাহরুখ খান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে নিজের ইনস্টাগ্রামে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন শাহরুখ। সেখানে বলিউড সুপারস্টার বলেন, ‘এখন জনবহুল স্থানগুলো এগিয়ে চলা উচিত।

করোনা সংক্রমন থেকে বাঁচতে বাড়ির মধ্যে অবস্থান হবে সবচেয়ে উত্তম কাজ। তাই নিজেদের হোম কোয়ারেন্টিনে রাখুন।

‘করোনা আতঙ্কের অস্থির এই পরিস্থিতির সঙ্গে আমারদের লড়াই করতে হবে। প্লিজ, কোনো গুজব ছড়াবেন না। সবার কাছে অনুরোধ করোনা প্রতিরোধ করতে সরকারের দেওয়া গাইড লাইন মেনে চলুন। ’

শুধু তাই নয়, ভিডিও বার্তায় শাহরুখ হাত জোড় করে মানুষকে এই সময় ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।