ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী ভাবনার পরিবারও চলতি মাসের বাড়িভাড়া নেবে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
অভিনেত্রী ভাবনার পরিবারও চলতি মাসের বাড়িভাড়া নেবে না

ঢাকা: করোনা ভাইরাসের কারণে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির খবর আসছে। আর কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ভয় তো আছেই। এরমধ্যে নিজেদের ভাড়াটিয়াদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেন, চলতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না।

ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব জানান, রাজধানীর হাজারীবাগ এলাকায় তাদের ৬ তলা ভবনে ছয়টি পরিবার ভাড়া থাকেন। বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না।

অনেকের আর্থিক সংকটও দেখা দিচ্ছে। ফলে তাদের মার্চ মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন>> করোনা: ভাড়া মওকুফ করলেন ঢাকার আরও এক বাড়িওয়ালা

তিনি রাজধানীসহ সারা দেশের বাড়িওয়ালাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। যারা ভাড়া বাসায় থাকেন সে পরিবারগুলোর মুখে যেন হাসি থাকে এ সংকটের সময়েও।

আরও পড়ুন>> করোনা: ভাড়া মওকুফ করলেন ঢাকার এক ভবন মালিক

এর আগে শেখ শিউলি হাবিব ও মুহিব রহমান নামের দুই বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দেন। এরমধ্যে শিউলি হাবিব এক মাস এবং মুহিব রহমান দুই মাসের ভাড়া মওকুফ করে দেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।