ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ অধ্যাপক মো. হাসেম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’ অধ্যাপক মো. হাসেম আর নেই

নোয়াখালী: নোয়াখালীর আঞ্চলিক গানের ‘সম্রাট’খ্যাত বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মো. হাসেম (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিয়াহি রাজিউন)।  

সোমবার (২৩ মার্চ) দুপুর আড়াইটায় তিনি ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও শ্রোতা রেখে গেছেন।


 
পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক মো. হাসেমের ব্রেইন স্ট্রোক হয়েছিল এবং তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রফেসর ডা. রশিদুল হাসানের তত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক মো. হাসেম একাধারে নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক। তিনি সংগীত মহাবিদ্যালয়ের লোকসংগীতের শিক্ষক ছিলেন। এরপর তিনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে নোয়াখালী সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, কবিরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।  

তিনি নোয়াখালীর নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অজস্র গান রচনা করেছেন। তার কণ্ঠে 'আল্লায় দিছে বল্লার বাসা নোয়াখাইল্যা মাডি' গানটি অনেক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।