ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা থেকে সেরে উঠছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনা থেকে সেরে উঠছেন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

করোনা ভাইরাস সংক্রমণের ঘোষণার দু’সপ্তাহ পর হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী রিতা উইলসন এখন বেশ সেরে উঠছেন।

দু’সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। সোমবার (২৩ মার্চ) সামাজিক মাধ্যমে এক বার্তায় টম হ্যাঙ্কস জানিয়েছেন, করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ প্রকাশিত হওয়ার দু’সপ্তাহ পর এখন তারা ভালো বোধ করছেন।

বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতিতে ভক্ত-অনুরাগীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন টম। সবাইকে লক ডাউনের যাবতীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

একাধিক অস্কারজয়ী এই তারকা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়েছিলেন। সেখানেই তার ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে।  

৬৩ বছর বয়সী টম ও তার স্ত্রীকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহ থেকে তাদের সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন: টম হ্যাঙ্কস ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, মার্চ ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।