ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা প্রাণ নিলো আফ্রিকান স্যাক্সোফোন তারকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
করোনা প্রাণ নিলো আফ্রিকান স্যাক্সোফোন তারকার

মহামারী করোনা ভাইরাস প্রাণ নিলো আফ্রিকান স্যাক্সোফোন কিংবদন্তি মনু দিবাঙ্গোর (৮৬)। সম্প্রতি প্যারিসে করোনায় আক্রান্ত হন তিনি। এরপর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাদ্যশিল্পী।

দিবাঙ্গোর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে মনু দিবাঙ্গোকে আমরা হারিয়েছি।

 

বিবিসি জানায়, কঠোর নিরাপত্তার সঙ্গে মনু দিবাঙ্গোর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
 
প্রখ্যাত আফ্রিকান সংগীতশিল্পী অ্যাঞ্জেলিক কিডজো এবং ইউসু এনডো মনু দিবাঙ্গোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

১৯৩৩ সালের ১২ ডিসেম্বর ক্যামেরুনে জন্ম গ্রহণ করেন মনু দিবাঙ্গো। সংগীত পরিবারে তার বেড়ে উঠা। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সুরের যাদুতে সবাইকে মুগ্ধ করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য অ্যালবাম। বহু জনপ্রিয় গানের গীতিকারও ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।