ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মিথিলা গাইলেন সৃজিতের লেখা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
মিথিলা গাইলেন সৃজিতের লেখা গান সৃজিত-মিথিলা

করোনা ভাইরাসের কারণে কাছাকাছি নেই সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা দম্পতি। সৃজিত পশ্চিবঙ্গে আর মিথিলা আছেন বাংলাদেশে। দুই দেশে দু’জন। দূরত্ব বেশ। দু’জনের এই দূরত্বে কোনো কমনি নেই গুরুত্বে- সেটিই প্রমাণ করলেন মিথিলা।

হ্যাঁ, স্বামীকে মুগ্ধ করতে তারই লেখা গান ‘নিজেকে ভালোবাসো তুমি এবার’ ঘরে বসে গিটার বাজিয়ে গাইলেন মিথিলা। আর সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সৃজিত নিজেই।

সৃজিত-মিথিলাসৃজিতের পোস্টটি রিটুইট করে মিথিলা লেখেন, কোয়ারেন্টিনে থেকে ভাবলাম আমার গিটারের স্কিলটাকে একটু ভালো করা উচিত। আর একই সঙ্গে সৃজিতকেও মুগ্ধ করবো ভাবলাম। এই সুন্দর লিরিক্সটা সৃজিতই লিখেছেন।  

নবদম্পতির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সৃজিতের লেখা এ গানটি ব্যবহৃত হয়েছিল ‘মাছ মিষ্টি মোর’ নামের সিনেমায়। মৈনাক ভৌমিকের সিনেমার জন্য এ গানের সুর করেন নীল দত্ত। এটি কণ্ঠে তুলেন সোমলতা আচার্য। এবার সেই গানটিই গিটার বাজিয়ে গাইলেন মিথিলা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।