ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘আই লাভ রক অ্যান্ড রোল’খ্যাত শিল্পী অ্যালান মেরিলের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
‘আই লাভ রক অ্যান্ড রোল’খ্যাত শিল্পী অ্যালান মেরিলের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় ‘আই লাভ রক অ্যান্ড রোল’ গানের গীতিকার অ্যালান মেরিল। তিনি একাধারে ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। অ্যালানের মেয়ে লরা মেরিল জানিয়েছেন, তার বাবা রোববার সকালেই না ফেরার দেশে চলে গেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে নিউইয়র্কে ৬৯ বছর বয়সে মারা যান অ্যালান মেরিল। ১৯৮২ সালে তার রচিত ‘আই লাভ রক অ্যান্ড রোল’ গানটি দ্য অ্যারোস ব্যান্ডের ভোকাল জোয়ান জেটকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল।

এছাড়াও তিনি আরও অনেক জনপ্রিয় গানের রচয়িতা।

অ্যালান মেরিল

অ্যালান মেরিলের জন্ম নিউইয়র্কে হলেও তিনি বেড়ে ওঠেন সুইজারল্যান্ড, লস অ্যাঞ্জেলস ও জাপানে। এরপর নিউইয়র্কে তিনি সংগীতে কর্মজীবন শুরু করেন।  

লরা মেরিল জানান, সম্প্রতি তার বাবা বেশ ভালোই ছিলেন। দু’সপ্তাহ আগেও তিনি তার বাবার একটি শো’য়ে গিয়েছিলেন। তার নতুন অ্যালবামের জন্য ছবি তোলা হয়েছিল সেদিন। কে জানত যে এটাই হবে তার শেষ ফটোসেশন।  

অ্যালানের মৃত্যুতে শোক জানিয়েছেন জোয়ান জেটও। অ্যলানের স্মৃতিচারণ করে জেট তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।