ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অল্লু অর্জুনের সেরা কিছু সিনেমা দেখে নিন ছুটিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
অল্লু অর্জুনের সেরা কিছু সিনেমা দেখে নিন ছুটিতে

তেলুগু অভিনেতা অল্লু অর্জুনকে বলা হয় ‘স্টাইলিশ স্টার’। তার সিনেমা মানেই দৃষ্টিনন্দন ড্যান্স, অনবদ্য অভিনয় আর দুর্দান্ত অ্যাকশনে ভরপুর বিনোদন। তাই অবসরে বিনোদনে সময় কাটানোর দারুণ সঙ্গী হতে পারে তার সিনেমা।

দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এখন ঘরবন্দি সবাই।

সারাদিন টিভির পর্দায় করোনা ভাইরাসের সংবাদ দেখতে দেখতে মানসিক চাপ বা অবষাদও তৈরি হতে পারে। তাই ঘরে বসে বিনোদনটাও জরুরি। আর সবসময়ই বিনোদনের বড় একটি ক্ষেত্র হলো সিনেমা।

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকাদের মধ্যে অল্লু অর্জুন অন্যতম। তার অভিনীত সেরা সিনেমাগুলোর মধ্যে এই সিনেমাগুলো দারুণ উপভোগ করবেন:

১। আরিয়া

সিনেমাটি দেখতে পাবেন আমাজন প্রাইম ও আদিত্য মুভিস ইউটিউব চ্যানেলে।

২। হ্যাপি

সিনেমাটি দেখতে পাবেন গীতা আর্টস ইউটিউব চ্যানেলে।

৩। দেসামুরুডু

ডিভিভি এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে সিনেমাটি দেখতে পাবেন।

৪। আরিয়া ২

সিনেমাটি দেখতে পাবেন সান এনএক্সটি এবং তেলুগু মুভিস ইউটিউব চ্যানেলে।

৫। বেদম

সিনেমাটি দেখতে পাবেন সান এনএক্সটি ও এমএক্স প্লেয়ারে।

৬। জুলায়ি 

সিনেমাটি দেখতে পাবেন হটস্টারে। এছাড়া ইউটিউবেও পাবেন সিনেমাটি।

৭। ডিজে

সিনেমাটি একাধিক ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

৮। সান অব সত্যমূর্তি

৯। আলা বৈকুণ্ঠপুরামুলূ (Ala Vaikunthapurramuloo)

অল্লু অর্জুনের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি। সান এনএক্সটি ও নেটফ্লিক্সে সিনেমাটি দেখতে পাবেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।