ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাবা বলতেন, শরীরের সঙ্গে লেগে থাকা টাইট পোশাক না পরতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
বাবা বলতেন, শরীরের সঙ্গে লেগে থাকা টাইট পোশাক না পরতে

করোনা সচেতনতা মেনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাসের সঙ্গে বাসায় থেকেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সেখানে থেকেই ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা অশোক চোপড়াকে নিয়ে স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার বাবা চাইতেন- আমি যেনো শরীরের সঙ্গে লেগে থাকা টাইট পোশাক না পরি।

’ 

বাবা অশোক চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কাএ প্রসঙ্গটি খোলাসা করে তিনি বলেন, ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যাই। তখন আমি বাচ্চা মেয়ে। আমেরিকা থেকে যখন ফিরি তখন আমার বয়স ১৬ বছর, মানে সম্পূর্ণ নারী। বাবা এতে চিন্তিত ছিলেন। কারণ ভারত ফেরার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা আমাকে ফলো করতো। এই কারণে বাবা এ ধরনের পোশাক পরতে মানা করেছিলেন। সে সময় আমিও বাবার এই সিদ্ধান্ত মেনে চলতাম।

২০১৩ সালের ১০ জুন ক্যান্সারে আক্রান্ত অশোক চোপড়া মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।