ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রতন কাহারকে ৫ লাখ রুপি সহায়তা দিলেন বাদশাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
রতন কাহারকে ৫ লাখ রুপি সহায়তা দিলেন বাদশাহ

বাঙালি লোকশিল্পী রতন কাহারের ‘গেন্দা ফুল’ শিরোনামের গানটি নতুন আঙ্গিকে প্রকাশ করে দারুণ জনপ্রিয় পান র‌্যাপার বাদশাহ।

তবে গানের রচয়িতার নাম গান-ভিডিওতে ব্যবহার না করে ব্যাপক সমালোচিত হন তিনি। রচয়িতার নাম না দিয়ে ‘বাংলা লোকসংগীত’  উল্লেখ করে গানটি ছেড়েছেন তিনি।

 অবশ্য এ ভুল স্বীকার করে তিনি গীতিকবির পাশে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন।  যেই কথা সেই কাজ। মানে, বাদশাহ তার প্রতিশ্রুতি রাখলেন।

ভারতে লকডাউনের সময়েই তিনি রতন কাহারকে অর্থ সাহায্য পাঠালেন। সোমবার (০৬ এপ্রিল) তার অ্যাকাউন্টে পাঁচ লাখ রুপি সহায়তা পাঠিয়েছে বাদশাহর টিম। টাকা পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রবীণ এ গীতকবি-সঙ্গীতশিল্পী। ফোনে তিনি ধন্যবাদও জানিয়েছেন বাদশাহকে।

শুধু তাই নয়, লকডাউন কেটে গেলে বাদশাহকে সিউড়ির বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন রতন কাহার।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা,  এপ্রিল ০৭,  ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।