ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনা মোকাবিলায় গোপনে সাহায্য করছেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনা মোকাবিলায় গোপনে সাহায্য করছেন আমির খান

ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হাওয়ার পর থেকে একের পর এক বলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নানামুখী উদ্যোগ নিয়ে বহু তারকা ও মহাতারকাদের ভাইরাস মোকাবিলায় অংশ নিতে দেখা গেছে।

কিন্তু এতদিন আমির খানের সাহায্যের কোনো খবর পাওয়া যায়নি। তবে এবার জানা গেল, শুরু থেকেই গোপনে সহায়তা করছেন 'মি. পারফেকশনিস্ট'।

করোনা ভাইরাস মোকাবিলায় বেশ কিছু দাতব্য সংস্থাকে অর্থ সাহায্য করেছেন আমির খান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনে দান করেছেন বলেও খবর রয়েছে।

কিন্তু এসব বিষয় আমির খান নিজে জানাননি এবং জানাতেও চান না। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

অর্থ তহবিলে দান করা ছাড়াও আমির খান তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র কলাকুশলীদের সহায়তা করেছেন বলেও জানা যায়। দিনমজুর হিসেবে যারা কাজ করেন, নিয়মিত তাদের পাশে রয়েছেন এই সুপারস্টার।  

এর আগে করোনা ভাইরাস মোকাবিলা করতে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, ঋত্বিক রোশন, বরুণ ধাওয়ান, কপিল শর্মা, কার্তিক আরিয়ান, রণবীর সিং ও আলিয়া ভাটের মতো তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।