ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কান চলচ্চিত্র উৎসব নিয়ে অনিশ্চয়তা কাটছে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
কান চলচ্চিত্র উৎসব নিয়ে অনিশ্চয়তা কাটছে না

করোনা ভাইরাস মহামারির মুখে যদি আনুষ্ঠানিক আয়োজন করা সম্ভব না হয় তাহলে কান চলচ্চিত্র উৎসব ভার্চুয়ালভাবেও উদযাপিত হবে না। এই উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমক্স এটা নিশ্চিত করেছেন।

ভার্চুয়াল আয়োজনে ডিজিটাল কান চলচ্চিত্র উৎসব আয়োজন নিয়ে কথা উঠেছে। এ প্রসঙ্গে থিয়েরি বলেন, কান চলচ্চিত্র উৎসবের আত্মা বলা হয় যাদের, এর যা ইতিহাস, এর উৎকর্ষতা – এই ব্যবস্থাটিই এবার কাজ করবে না।

ডিজিটাল ফেস্টিভ্যাল আবার কী? ডিজিটাল প্রতিযোগিতা? আগে তো স্বত্বাধিকারীদের সঙ্গে কথা বলতে হবে। তারা যদি রাজি হয়, তাহলে ভেবে দেখা যেতে পারে।

চলতি করোনা ভাইরাস মহামারির কারণে গেল মার্চ মাসের শুরুতেই কান চলচ্চিত্র উৎসবের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অবশেষে ১৯ মার্চ আয়োজকরা ঘোষণা দেন, জুন মাসের শেষে বা জুলাইয়ের শুরুতে উৎসবটি আয়োজন করা হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।