ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

লিরিক্যাল ভিডিওতে প্রত্যয়ের ‘চেয়ে দেখো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
লিরিক্যাল ভিডিওতে প্রত্যয়ের ‘চেয়ে দেখো’ প্রত্যয় খান

রাত চলে গেছে, কেটে গেছে কুয়াশা/তবু চাইছি আজও হারানো ভালোবাসা/মেঘেরা সরে গেছে, আকাশ যে খুব রঙিন/তবু খুঁজি তোমায় খুঁজি সেই মেঘলা দিন- প্রত্যয় খানের কণ্ঠের এমন কথামালার গানটির শিরোনাম ‘চেয়ে দেখো’।

গাওয়ার পাশাপাশি গানটি সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় নিজেই। লিড গিটার বাজিয়েছেন মিছিল।

গানের কথায় সিয়াম সরকার জন।

এ গান প্রসঙ্গে প্রত্যয় বলেন, করোনা দিনে ঘরে বসে থাকা মানুষের কথা চিন্তা করে গানটি প্রকাশ করলাম। ঘরে আটকে থাকা সময়ে আমার এ গান কিছুটা হলেও বিনোদন যোগাবে বলে আশা রাখি। সবাই সচেতন থাকুক, নিরাপদে থাকুক- এটাই আপাতত প্রত্যাশা।

৫ এপ্রিল প্রত্যয়ের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘চেয়ে দেখা’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।