ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের দৃষ্টিশক্তি ক্ষয়ে যাচ্ছে। সবকিছু ঝাপসা দেখছেন তিনি। এমনকি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন এই মেগাস্টার।

অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে লিখেছেন, ‘চোখগুলো ঝাপসা দেখছে। এমনকি সবকিছু দু’টি করে দেখছে।

বেশ কয়েকদিন ধরে আমি নিজেই বুঝতে পারছি, অন্ধত্বের দিকে এগোচ্ছি। আমার শরীরে অগণিত সমস্যার মধ্যে এটাও যোগ হতে যাচ্ছে ‘

৭৭ বছর বয়সী এই মহাতারকা অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন। স্মৃতির রাস্তা ধরে স্মরণ করেছেন, ছোটবেলা চোখে আঘাত লাগলে তার মা কীভাবে তার যত্ন করতেন।  

তিনি লেখেন, ‘মা তার শাড়ির আঁচল পেচিয়ে বলের মতো বানাতেন। তারপর মুখের গরম বাতাস দিয়ে উষ্ণ করে সেটা চোখের ওপর আলতো করে চেপে ধরতেন। তাতেই বাজিমাত হয়ে যেত। মুহূর্তেই চোখে আরাম পেতাম। এখন সেই প্রক্রিয়াই অনুসরণ করলাম। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চোখে চেপে নিলাম। ’

তবে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এরপর ‘বিগ বি’ জানান, ডাক্তার নিশ্চিত করেছেন তিনি অন্ধ হয়ে যাবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘণ্টায় ঘণ্টায় ড্রপ দিচ্ছেন চোখে। কম্পিউটারের স্ক্রিনের সামনে খুব বেশি সময় কাটানো হয়ে গেছে তার। চোখগুলো খুব ক্লান্ত।  
সবশেষে বচ্চন এটাও বলেন, ‘আর হ্যাঁ, আমার বৃদ্ধা মায়ের প্রযুক্তি কাজে লেগেছে। এখন বেশ দেখতে পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।