ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এবার দুস্থ শিশুদের সহায়তায় নামলেন সালমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এবার দুস্থ শিশুদের সহায়তায় নামলেন সালমা দুস্থ শিশুদের মধ্যে সহায়তায় কার্যক্রম শুরু সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’র

চলমান করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সহায়তা কার্যক্রম চালাচ্ছে কণ্ঠশিল্পী সালমা ও সাগর দম্পতির ‘সাফিয়া ফাউন্ডেশন’। দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ প্রক্রিয়া নিয়মিতই চালাচ্ছে তাদের এই প্রতিষ্ঠান। 

শনিবার (১১ এপ্রিল) থেকে অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে নিয়মিত দুধ বিতরণ শুরু করছে ‘সাফিয়া ফাউন্ডেশন’। প্রথম দিন ২০০ শিশুর মধ্যে ৫০০ গ্রাম করে দুধ বিতরণ করা হবে।

এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে সালমা বাংলানিউজকে জানিয়েছেন।

সালমাএর জন্য সাফিয়া ফাউন্ডেশনের পেজে (https://www.facebook.com/safiafoundation.ed/) যারা নক করবেন, তাদের বাড়িতে দুধ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নির্দিষ্ট কিছু পরিবারের তালিকা করেও দুধ পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে গত ৩১ মার্চ তাদের গড়া সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে ঢাকা ও আশ-পাশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।

আর এই করোনা দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন মৌসুমী আক্তার সালমা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।