ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হয়ে হোম কোয়ারেন্টিনে শাজা মোরানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
করোনামুক্ত হয়ে হোম কোয়ারেন্টিনে শাজা মোরানি

মুম্বাইয়ের নানাবতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা মোরানি। পরপর কয়েকবার কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল। তবে তাকে পরবর্তী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 

শাজা মোরানির বাবা চিত্রপ্রযোজক করিম মোরানি বলেন, হ্যাঁ, শাজা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে সে।

আপনাদের দোয়ার জন্য ধন্যবাদ।

শাজার চাচা মোহাম্মদ মোরানি বলেন, সবকিছু ভালো খবর। শাজা এখন ভালো বোধ করছে। সে এখন বাড়িতে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মোরানি পরিবারে শাজার শরীরেই সবার আগে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর তার বোন জোয়া মোরানি ও বাবা করিম মোরানিরও কোভিড-১৯ পজিটিভ আসে।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।