ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হয়ে প্রথমবার টিভি পর্দায় টম হ্যাঙ্কস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
করোনামুক্ত হয়ে প্রথমবার টিভি পর্দায় টম হ্যাঙ্কস

করোনা ভাইরাসকে পরাজিত করে দর্শকের সামনে ফিরেছেন টম হ্যাঙ্কস। হলিউডের এই অস্কারজয়ী অভিনেতা হঠাৎ করেই টিভি পর্দায় এসে চমকে দিয়েছেন তার অগণিত ভক্ত-শুভানুধ্যায়ীদের। 

শনিবার (১১ এপ্রিল) রাতে নিজের ঘরে থেকেই ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল) অনুষ্ঠানে অংশ নেন নন্দিত হলিউড অভিনেতা হ্যাঙ্কস। জনপ্রিয় এই লেট নাইট শো’য়ে উপস্থিত হয়ে শুরুতেই তিনি বলেন, এসএনএল-এ আবারও স্বাগত জানাচ্ছি, অথবা বলতে পারি এসএনএল হোম এডিশনে।

টেলিভিশনের এই কমেডি ও বিচিত্রা অনুষ্ঠানে ‘ফরেস্ট গাম্প’ অভিনেতা বৈশ্বিক মহামারি বিষয়ে আলোচনা করেন। কিছুদিন আগেই তিনি করোনা সংক্রমণজনিত জটিলতা কাটিয়ে উঠেছেন।  

কিংবদন্তি গায়ক এলভিস প্রিসলির বায়োপিক নির্মাণের কাজে অস্ট্রেলিয়ায় থাকাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হন টম ও তার স্ত্রী রিটা উইলিয়ামস। ক’দিন আগেই তারা সুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে বাড়িতে ফিরেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।